

কেশবপুরে মহান স্বাধীনতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৫:২৮ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপি'র আহবায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপি'র আহ্বায়ক মশিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক মাসুদুজ্জান মাসুদ, সাবেক চেয়ারম্যান মাষ্টার কেএম খলিলুর রহমান, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর কবির বিশ্বাস, যুবদল নেতা গোলাম মোস্তফা, আলমগীর সিদ্দিক, মেহেদী হাসান বিশ্বাস, মেহেদী হাসান শিপন, আব্দুল গফুর, শাহ আলম, সেচ্ছাসেবক দল নেতা শামসুল আলম বুলবুল, বাবুল রানা বাবু, জাহাঙ্গীর আলম পলাশ, শাহ আলম, ছাত্রদল নেতা আব্দুল আজিজ, অহিদুর রহমান অন্তু, মাসুদ রানা, ফরহাদ হোসেন প্রমূখ।
এরপর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সকল শহীদদের রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক চেয়ারম্যান আলাউদ্দীন আলা, রেজাউল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।