

নোয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৯ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নোয়াখালীতে বীর শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন করেছে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ। দিবসের শুরুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সাংসদ মো: শাহজাহানের নের্তৃত্বে নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ বেদীতে শ্রদ্বা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রহমান, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক জাফর উল্লাহ রাসেল, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ পারভিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানু রহমান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো: নোমান প্রমুখ।
এদিকে, বেলা ১১ টায় নোয়াখালী আইনজীবি সমিতির কার্যালয়ে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সুবর্ণচর উপজেলার আহবায়ক অ্যাড. এবিএম জাকারিয়ার রোগ মুক্তি কামনা করে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।