

শ্রীপুরে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:০৩ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীপুর শাখা, মহান স্বাধীনতা দিবস পালন করেছে।
আজ শনিবার (২৬ মার্চ) শ্রীপুর উপজেলা বিএনপির নির্বাচিত সদস্য সচিব মুন্সি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপি নেতা কর্মী, যুবদল, ছাত্রদল, কৃষকদলের নেতা কর্মী নিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদ মজুমদার, যুবদলের সদস্য সচিব জোয়াদ্দার শাহ আলম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহবায়ক সোহেল মুন্সি এবং দৈনিক দিনকালের শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি মো. রেজা সিদ্দিকী ডিকন।
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয় করা হয়।