

চিকিৎসক মুক্তিযোদ্ধ গণকে সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামীকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ পিএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৫০ এএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন চিকিৎসা ও সেবা কমিটির উদ্যোগে চিকিৎসক মুক্তিযোদ্ধ গণকে সম্মাননা প্রদানের নিমিত্তে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল ২৪ মার্চ ২০২২, রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক ডঃ খন্দকার মোশাররফ হোসেন, সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুস সালাম, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, জনাব ডাঃ মোঃ আব্দুস সালাম, মহাসচিব, ড্যাব।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন ড্যাবের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন চিকিৎসা ও সেবা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
চিকৎসক মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদানের উক্ত অনুষ্ঠানে যথাসময়ে সকলকে উপস্থিত থাকতে সবিনয় অনুরোধ করা যাচ্ছে।