

ফেনীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফেনী জেলা প্রশাসক বরাবরে জেলা বিএনপি'র স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৪০ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ফেনীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফেনী জেলা প্রশাসক বরাবর জেলা বিএনপি'র স্মারকলিপি প্রদান করা হয়।
আজ মঙ্গলবার সকালে তারা এ স্মারকলিপি দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম. এ. খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, সদস্য সাইফুর রহমান রতন, এডভোকেট পার্থপাল চৌধুরী, ফেনী পৌর বিএনপি'র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক বাবু তপন কর প্রমুখ।