

চট্টগ্রামে ফেসবুকের কমেন্ট নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০৬ পিএম, ৪ জুলাই,শুক্রবার,২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে কমেন্ট করা নিয়ে চট্টগ্রাম নগরের হালিশহরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়কসহ দুইজন আহত হয়।
গতকাল সোমবার (২১ মার্চ) রাতে হালিশহর থানার বি-ব্লকের এস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের নাম নওশাদ আলী (২৫)। একই ঘটনায় মো. হোসেন শুভ (২২) নামে আরেক ছাত্রলীগ কর্মী আহত হয়।
জানা যায়, হালিশহরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে বেশকিছুদিন ধরে কোন্দল চলে আসছিলো। এরমধ্যে এক পক্ষের ছাত্রলীগ নেতা নাহিদ মজুমদারকে নিয়ে করা ফেসবুক পোস্টে বিরুপ মন্তব্য করেন থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নওশাদ। এতে ক্ষিপ্ত হয়ে নাহিদ মজুমদারের লোকজন এসে নওশাদের ওপর হামলা করে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নওশাদ ও তার গ্রুপের শুভ মারাত্মকভাবে আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এই বিষয়ে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে দুইজন আহত হয়। তবে এই ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।