

তারাকান্দায় ইউনিয়ন ছাত্রদলের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ১৯ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০২:৪৩ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সকল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকেলে উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে নবগঠিত ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার ছোবান, আব্দুল হক সরকার, রাকিব তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল, যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল, উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা মোবারক হোসেন, তারাকান্দা উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমূখ।