

কুষ্টিয়া জেলা ছাত্রদল নেতা রুমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ক্ষোভ ও নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ১৮ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৪৭ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান রুমনের উপর কতিপয় দুর্বৃত্ত গতরাত বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত ও যখম করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের এহেন কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
আজ শুক্রবার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর হক সোহেল এর স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আওয়ামী তমসাচ্ছন্ন দুর্বৃত্তায়নের এই লীগময় যুগের চেয়ে ভালো কিছু আশা করা বাতিকগ্রস্ত প্রত্যাশা বৈ কিছু না। উপরন্তু নতজানু প্রশাসন ও টালমাটাল সরকার আজ দুয়ে মিলে একাকার; দেশটা তো আজ দুর্বৃত্তদের হাটবাজার! তবে এই অবস্থা আর প্রলম্বিত হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন ছাত্রদল নেতৃবৃন্দ।
নেতৃদ্বয় অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত পূর্বক দোষীদের শাস্তি নিশ্চিত করাসহ রুমনের সুচিকিৎসা ও ক্ষতিপূরনের দাবী জানান।