

নারায়ণগঞ্জ জেলা যুবদলের দায়িত্বে খোকন ও রনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ১৭ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৪৭ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্র।
গতকাল বুধবার (১৬ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে আহবায়ক করা হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে, সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে ভিপি কবির হোসেনকে। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তথ্য নিশ্চিত করেছেন।
কমিটি ঘোষণার পর জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, এখন দায়িত্ব আরো বাড়লো। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সকল আন্দোলনে জেলা যুবদল জোরালো ভূমিকা রাখবে।