

ময়মনসিংহ বিএনপির ২ নেতা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৪ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২৪ এএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

ময়মনসিংহ বিএনপির দুই নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তারা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বতর্মান মহানগর বিএনপির সদস্য আ: রব আকন্দ রতন(৫০) এবং মহানগর যুবদলের সহ-সভাপতি মিনহাজুল আবেদিন রাসু(৩৮)।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ৪র্থ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এই আদেশ দেন।
ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ তানভীর তান্না এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষ ট্রাইব্যুনালের একটি মামলায় আসামিরা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।