

সহযোগিতা চাইলেন গাবতলী ছাত্রদল সভাপতি পলাশ
উপজেলা ছাত্রদলকে গতিশীল ও মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৭ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১০:১১ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর শহীদ জিয়াউর রহমানের পুন্যভুমি বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলের ৯১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে গত রবিবার। এ উপলক্ষে আজ সোমবার গাবতলী উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি এম আর হাসান পলাশ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে গাবতলী ছাত্রদলকে গতিশীল ও মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সাথে নিয়ে একসাথে দলীয় ঘোষিত সকল আন্দোলন কর্মসুচি সুশৃংখলতার সাথে সম্পন্ন করার অঙ্গীকারও ব্যক্ত করেন। অপর নির্বাচিত সাধারণ সম্পাদক এসএম রাঙ্গার পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নাজমুল আহসান ডিটল, সহ-সভাপতি তৌমিরুল ইসলাম, জুলফিকার শুভ, মোহম্মাদ রেজা, মোছা: এরফান নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বাবু, সাজেদুর রহমান, রাকিবুল রাকিব, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান, সহ-সাংগঠনিক শাকিল আহম্মেদ, দপ্তর সম্পাদক সম্রাট হাসান, প্রচার সম্পাদক রাব্বী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।