

দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে যুবদলের বিশাল সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৮ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩৭ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা যুবদল। এ সময় যুবদল নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে ব্যর্থ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্থান্তরের আহবান জানান।
আজ রবিবার দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডস্থ শিশু একাডেমি চত্বরে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. আ: সবুর কামরুল।
এতে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল কবীর মামুন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, কোতয়ালী যুবদলের আহবায়ক মাসুদুল হক প্রমূখ।