

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১২:২১ এএম, ১৩ আগস্ট,
বুধবার,২০২৫

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয়তাবাদী যুবদল।
আজ রবিবার বেলা ১১ টায় নগরিতে বিশাল বিক্ষোভ মিছিল শেষে রাজবাড়ী রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসীম উদ্দিন ভাটের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন, গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুবদল নেতা মইজ উদ্দিন তালুকদার, ভিপি আসাদুজ্জামান আসাদ, জিল্লুর হাসান মাসুম, আতাউর রহমান, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম শাহিন, সাজেদুল ইসলাম, তপন খান, এমারত হোসেন মুসুল্লী, নজরুল ইসলাম, আনোয়ার বেপারী, আবু তাহের প্রধান, মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, কামরুল হাসান সবুর, আজিজুল ইসলাম, বেনজির হোসেন, মাহমুদ নেওয়াজ, অ্যাডভোকেট আল আমিন হোসেন, জাহাঙ্গীর সিকদার, জসিম উদ্দিন প্রমুখ।