

কেশবপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৬:১১ এএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কসহ উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণকালে থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, আলাউদ্দীন আলা, মাসুদুজ্জান মাসুদ, সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, গোলাম মোস্তফা বাবু, হুমায়ুন কবির সুমন, আফজাল হোসেন বাবু, কুতুব উদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুুরি, আলমগীর কবির বিশ্বাস, আব্দুল হালিম অটল, সেচ্ছাসেবক দল নেতা শামসুল আলম বুলবুল, বাবুল রানা বাবু, যুবদল নেতা আলমগীর সিদ্দিক, মেহেদী হাসান বিশ্বাস, ছাত্রদল নেতা মেহেদী হাসান, আব্দুল আজিজ, ফরহাদ হোসেন প্রমূখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।