

শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আশীষের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:১৫ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

আজ শুক্রবার (১১ মার্চ) শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক আশীষের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
আব্দুর রাজ্জাক আশীষের জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া জানান, আব্দুর রাজ্জাক আশীষের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের গৌরীপুর এলাকায় মরহুমের কবর জিয়ারত এবং বাদ যোহর পারিবারিক উদ্যোগে সজবরখিলার নিজ বাসায় দোয়া, মিলাদ মাহফিল ও কোরানখানির আয়োজন করা হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলায় হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।