

রংপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১১:৩৮ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুর মহানগর ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ রবিবার দুপুরে নগরীর গ্র্যান্ডহোটেল মোড়ে বিক্ষোভ মিছিল নিয়ে এসে তারা সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি সমাসুজ্জামান সামু বলেছেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততোদিন দ্রব্যমূল্যে বৃদ্ধি হতে থাকবে। সরকারের লোকজন সেন্ডিকেট করে এই মূল্য বৃদ্ধি করছে। তাই জনগণকে দ্রব্য মূল্যের অভিশাপ থেকে মুক্তি দিতে সরকার পতনের অন্দোলন বেগমান করতে হবে। মহানগর ছাত্রদলের সভাপতি নুর হোসেন সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি‘র প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, ছাত্রদলের সাধারন সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সিনিয়র সহ সভাপতি মুকুট, ছাত্রদল নেতা নোমান, সুজনসহ প্রমুখ। এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্রদল নেতা কর্মিরা দলীয় কার্যালয়ে সমবেত হয়। সমাবেশ স্থলে ও এর চারিদিকে বিপুল পরিমান পুলিশ মোতায়েন ছিল।