

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নগরকান্দায় বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩০ পিএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

চাল, ডাল, তেল, চিনি, গ্যাস সহ বিভিন্ন দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৫ মার্চ) বিকালে নগরকান্দার ওবায়েদ চত্বরে নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব আলী মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, প্রচার সম্পাদক কাজী শোয়েবুর রহমান, সমাজকল্যান সম্পাদক ইসমাইল হোসেন, ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রইস চোকদার, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পপাদক মোহাম্মাদ আলী, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক তৈয়াবুর রহমান, হেলালউদ্দীন হেলাল, নগরকান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান, নগরকান্দা উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারন সম্পাদক মজিবর রহমান,নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুনুর রহমান, যুবদল নেতা জহির চোকদার,ছাত্রদল নেতা রবিউল ইসলাম লিখন প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।