

বাগেরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১১:১৫ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

চাল, ডাল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
গতকাল শনিবার (৫ মার্চ) দুপুরে রামপাল উপজেলার ফয়লাহাটে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটি লুটপাটের দলে পরিণত হয়েছে। লুটপাটের টাকা বিদেশে পাচার করছে। রাষ্ট্রীয় সন্ত্রাস করে বিরোধী শক্তিকে দমন পীড়ন করে দাবিয়ে রেখেছে। বিনা ভোটের এই সরকারের কারসাজিতে তেল, চাল, ডিজেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশ পরিচালনায় ব্যর্থ এই সরকার বাজারের নিয়ন্ত্রণ হারিয়েছে। যে কারণে খেটে খাওয়া, দিন আনা দিন খাওয়া মানুষ আজ অসহায় জীবন যাপন করছে। এ জন্য আমাদের লক্ষ্য দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দলকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলনের জন্যে প্রস্তুত হওয়া আহবান জানান।
রামপাল উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ আ আজিজ বাবু, ফকির শাহাদাৎ হোসেন, শেখ আব্দুল্লাহ আজমি, সরদার মাহাফুজুল হক, তালুকদার বদিউজ্জামান মিনা, মুজিবুর হাওলাদার বাবুল। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী মিছিল নিয়ে এসে বিক্ষোভ সমাবেশে যোদ দেন।