

জামালপুরের মেলান্দহে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০৮ এএম, ২৪ আগস্ট,রবিবার,২০২৫

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চাল, তেল, ডাল, পানি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুর জেলার মেলান্দহে উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ শনিবার (৫ মার্চ) বিকালে মেলান্দহ উপজেলার বিএনপি অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মেলান্দহ উপজেলা পৌর বিএনপির আহবায়ক মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান বক্তা হিসেবে পৌর বিএনপির সদস্য সচিব নূরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা করেন।