

আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ : নাজিবুল্লাহ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ পিএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১১:০৪ পিএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

নওগাঁ জেলা বিএনপি'র এবং পত্নীতলা ধামুরহাট থানা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেছেন, দ্রব্যমুল্য না কমালে, দুর্নীতি বন্ধ ও বিদেশে টাকা পাচার, টেন্ডারবাজি, চাঁদাবাজী বন্ধ না হলে অনির্বাচিত স্বৈরাচারী সরকারকে অবিলম্বে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হবে এবং বাংলােেদশ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সেই লক্ষ্যে দলের সকল নেতাকর্মীকে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধে মিণিলয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে খালেদা জিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ।
তিনি আজ নওগাঁর নজিপুরে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং খানা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন নজিপুর পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, আহবায়ক কমিটির অন্যতম সদস্য আবু তাহের চৌধুরী মন্টু, ছাত্রদল আহ্বায়ক ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম রেজা, মহিলা দল, কৃষকদলের নেতৃবৃন্দ।
এর আগে নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে নজিপুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ পালিত হয়।
এছাড়া সমাবেশ শেষে একটি ঝটিকা মিছিল বের হয়ে নজিপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে।