

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শাকিল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:৪০ পিএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর জেলা স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তাধীন একটি পুরাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
যুবদল নেতাকর্মীদের দাবি, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (সোমবার) দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মূলত এই সমাবেশকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উপর চাপ সৃষ্টির জন্যই যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।