

সভাপতি-২ সম্পাদক-৩ সাংগঠনিক-৩
বগুড়া সদর উপজেলা বিএনপির কাউন্সিল ১১মার্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫ পিএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৪৭ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বগুড়া সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে স্বত:স্ফুর্তভাবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন প্রতিপ্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
আজ শনিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলন করেন প্রার্থীরা।
সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল ও বিএনপি নেতা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর। সাধরণ সম্পাদক পদে মনোনয়ন পত্র উত্তোলন করেন সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. জহুরুল ইসলাম, বিএনপি নেতা শামিম রেজা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রানা। সাংগঠনিক সম্পাদক পদে আবু সালেহ্ নয়ন, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ফারুক হাসান শিমুল। মনোনয়নপত্র বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা’র নিকট থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, তৌহিদুল ইসলাম মামুন, হামিদুল হক চৌধুরী হিরু, খায়রুল বাশার, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, সাধারণ সম্পাদক নাজমা, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাসেল মামুন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান প্রমুখ। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা জানান, আগামী ২৮ ফেব্রয়ারী যাচাই বাছাই ও চুড়ান্ত তালিকা প্রকাশ এবং ১১মার্চ বাঘোপাড়া স্কুল মাঠে গোপন ব্যালোটের মাধ্যেমে কাউন্সিল অনুষ্ঠিত হবে।