

শাজাহানপুরে ভাষা শহীদদের প্রতি বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৫৭ এএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা বিএনপির পক্ষ থেকে আহবায়ক আব্দুল হাকিম মন্ডলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তর্বক অর্পণ করেন। উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ছোটনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা স্বেচ্ছাসেবকদল ও ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অপরদিকে প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহীদদের প্রতি উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।