

কুষ্টিয়ায় শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে যুবদল-স্বেচ্ছাসেবক দলের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ পিএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৯:২০ এএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে জেলা যুবদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের উপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনের সামনে এই হামলার শিকার হন যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা কর্মীরা।
এসময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। লোকজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ বলেন, অমর একুশে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য কুষ্টিয়া সরকারি কলেজের শহীদ মিনারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় বেশকিছু ছাত্র লীগের ক্যাডার বাহিনী মোটরসাইকেল যোগে এসে সশস্ত্র হামলা চালায়। এসময় আমাদের কয়েকটি মোটরসাইকেল ব্যাপক ভাবে ভাঙচুর করে আতঙ্ক ছড়িয়ে চলে যায়।
ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।