

পূর্ব বাকলিয়া ওয়ার্ড় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ১৯ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৪৭ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার মুক্তির দাবিতে বাকলিয়া থানার ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক খানের নেতৃত্বে নগরীর কালামিয়া বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাহাত্তার পুল মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসহাক খান বলেন, আওয়ামীলীগ অবৈধভাবে জোর করে ক্ষমতায় আসার পর থেকে বিএনপির উপর দমন পীড়ন চালাচ্ছে। তাদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও গ্রেফতার অব্যাহত রেখেছে। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে গৃহবন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পূনঃউদ্ধার আন্দোলন বন্ধ করতে সরকার পুলিশকে দিয়ে এই দমন পীড়ন চালাচ্ছে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার তারই ধারাবাহিকতা।
তিনি অবিলম্বে স্বেচ্ছাসেবকদল নেতা জিয়াউর রহমান জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।
এসয় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, মো. নাছির উদ্দীন, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রনি, ইব্রাহিম সোহেল, মো. তুষার, স্বেচ্ছাসেবকদল নেতা হাসান আলী মান্টু, জাহাঙ্গীর আলম, মো. আলামিন, মো. সুমন, মো. সোহাগ, মো. জীবন, মো. ইউছুপ, আবদুল আজিজ প্রমূখ।