

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৮ পিএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০৯ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ রিংকি ও সাধারণ সম্পাদক এ্যাড. এম. ইউসুফ আলী স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ইসতিয়াক আহমদ সাবাব সভাপতি ও শাহারিয়া ইমন রুবেল কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়াও মোঃ মাহফুজ জামান তিতাস সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ ফায়েজ আহমেদ রুমী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আশরাফুল ইসলাম অনিক কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপি'র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজাদার।