

বরগুনা সদর উপজেলার সদস্য সচিব ইমরান হোসেন মৃধা'র সন্ধান ও মুক্তি দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৩ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:১৮ পিএম, ২৮ জুন,শনিবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা সদর উপজেলার সদস্য সচিব ইমরান হোসেন মৃধাকে গতরাত আনুমানিক দেড়টায় ডিবি পুলিশ পরিচয়ধারী কতিপয় ব্যক্তিবর্গ বসতবাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়; যার কোন হদিস এখনো পাওয়া যাচ্ছে না।
এমতাবস্থায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এক জরুরি বিবৃতিতে বলেন, অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, গত মধ্যরাত থেকে ইমরানের মতো এক উদীয়মান অমিত সম্ভাবনাময় ছাত্রনেতার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। অধিকন্তু স্থানীয় প্রশাসন এখনো নির্লিপ্ত ও নির্বিকার। এটা কোন সভ্য সমাজ কখনো মেনে নিতে পারে না।
এই নিখোঁজ ছাত্রনেতার অবস্থান শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে খোঁজ ও সন্ধান দিয়ে সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দাবী জানাচ্ছি।
সেই সাথে সে যদি রাষ্ট্রীয় কোন বাহিনীর হেফাজতে থাকে, তাহলে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্রসমাজকে কঠোর আন্দোলনে বাধ্য করার দায় সরকারকেই নিতে হবে।