

সিপিবি নেতাদের মুক্তির দাবিতে পীরগঞ্জে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ১২ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪১ পিএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ সহ ৮ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাহাদের মুক্তির দাবীতে রংপুরের পীরগঞ্জ উপজেলা শাখা মানববন্ধন করেছে।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাকালব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-পীরগঞ্জ উপজেরা সিপিবি’র সাবেক সভাপতি এ্যাডঃ কাজী লুমুম্বা লুমু, উপজেলা সিপিবি’র সভাপতি প্রভাষক কামরুজ্জামান, সাধারন সম্পাদক এ্যাড, আবু সুফিয়ান হিরু, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোখলেছুর রহমান, কমরেড কাজী রশিদুল ইসলাম, কমরেড সজীব বিশ্বাস, ইদ্রিস আলী বিএসসি ও মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা উক্ত নেতাদের গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।