

খালেদা জিয়াকে 'গণতন্ত্রের মাতা' উপাধি, ইবি জিয়া পরিষদের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ৯ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৩৮ এএম, ১০ আগস্ট,রবিবার,২০২৫

কানাডার 'হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন' কর্তৃক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' উপাধিতে ভূষিত করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ।
গতকাল মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক, প্রফেসর ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দরা বলেন, বারবার গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি'র সংগ্রামী চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।
তারা আরও বলেন, অচিরেই বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়ে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।