

শাহজাদা মিয়ার সুস্থতা কামনা করে ফরিদপুরে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০২:৫১ পিএম, ১২ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদলের উদ্যোগে আজ সোমবার বাদ যোহর স্থানীয় আলীপুর গোরস্থান জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাজেদ মিয়া, কৃষকদল নেতা ও জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রতন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সাহিদ, কৃষক দল নেতা জাহিদ ও রিংকু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি (যথাক্রমে) শামীম খান কায়েস, অনিক খান জিতু, ফিরোজ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক (যথাক্রমে) সোহান আল মাহমুদ, মোঃ নাসির বিশ্বাস, রফিকুল ইসলাম লিংকন, সাহিত্য ও প্রকশনা সম্পাদক পারভেজ খাঁন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শাহজাদা মিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।