

সোনারগাঁয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৬০০ মুরগির উপর প্রতিশোধ আ’লীগ সন্ত্রাসীর!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৬ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক পোল্ট্রি ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগীর বাচ্চা মেরে ফেলেছে আওয়ামী লীগের বখাটেরা সন্ত্রাসীরা।
গত শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত রবিবার (৬ ফেব্রয়ারি) দুপুরে পোল্ট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তথ্যমতে, উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকার সৌদি প্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম তার স্বামী বাড়িতে না থাকায় সে বাড়ি সাথে একটি দোকান ও একটি পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছে। তার স্বামী বিদেশে থাকায় ১৭ বছরের মেয়ে দোকানে দোকানদারী করে আসছে। গত কয়েকদিন ধরে ওই এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে আ’লীগ কর্মী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে উত্যক্ত করা সহ অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে কু-প্রস্তাব দিয়ে থাকে। এতে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়।