

কুমারখালী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিমুল এহসান আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩৯ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

কুমারখালী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুর দুলাভাই আমিমুল এহসান ফারুখ আর নেই।
গত বৃহস্পতিবার সকাল ৯টা ৩০মিনিটে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আল কামাল মোস্তফা, সদস্য সচিব হাজী মনোয়ার হোসেন। নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় স্পোর্টিং ক্লাব মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।