

জয়পুরহাটে বিক্ষোভ কর্মসূচী পালন করে জেলা যুবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৯ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪১ পিএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের আওতায় আনার দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জেলা যুবদল।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রেলস্টেশন রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশে জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব ও সিনিয়র আহবায়ক আবু রায়হান উজ্জল, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, মওলা পলাশ,শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। যুবদল নেতারা বলেন, গুম, খুন করে ক্ষমতায় টিকে থাকা যাবেনা। অবিলম্বে আকবর আলীর খুনিকে গ্রেফতার করে তার ফাঁসীর দাবী জানান।