

ফের করোনা আক্রান্ত রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১২:১৭ পিএম, ১২ আগস্ট,মঙ্গলবার,২০২৫

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
আজ বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নিচ্ছেন। এর আগে করোনার শুরুতে ২০২০ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।