

চট্টগ্রামে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫৩ এএম, ১৩ আগস্ট,
বুধবার,২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চান্দগাও কমিউনিটি সেন্টারে আজ শনিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ সালাউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত শিশু কিশোরের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম চান্দগাও থানা আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ।
প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যূগ্ম সম্পাদক মোঃ মোশারফ হোসাইন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন চৌঃ, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ এম এ আজম মাসুম, মোঃ এরশাদুল আলম, মোঃ আসিফ জুয়েল, মোঃ আলী সাদদমান, মোঃ আমান উল্লাহ মুন্না, মোঃ মিনহাজ, মোঃ রাশেদ প্রমূখ।