

ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৭ পিএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৪২ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর সংগ্রামী ১ম যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল হোসেন সুমন সহ ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর যুগ্ম আহবায়ক/ সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় ঢাকা জেলা ছাত্রদল উত্তর প্রতিষ্ঠাতা আহবায়ক বলেন, আমরা ঢাকা জেলা ছাত্রদল উত্তর আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে সক্রিয় রয়েছি। ইনশাহআল্লাহ আগামীতে যেকোন আন্দোলন সংগ্রামে জীবন বাজী রেখে রাজপথে থাকবো। হয়তো আমি আন্দোলনে শহীদ হবো- মুক্ত হবে আমার নেত্রী, আমার মা।
তিনি দলের নীতিনির্ধারকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা অনতিবিলম্বে রাজপথের কর্মসূচি দিন। রক্তে রঞ্জিত হতে হলেও আমরা রাজপথে থাকবো।
গণস্বাক্ষর কর্মসূচী থেকে তিনি শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি'র দ্রুত পদত্যাগ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করণের দাবি করেন।