কুড়িগ্রামে জেলা ছাত্রদলের প্রতীকী অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৩ পিএম, ২৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৩২ পিএম, ৫ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
সিলেটে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেয়া সহ, ছাত্র ছাত্রীদের উপর হামলার তদন্ত ও বিচার, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান, অমানবিক ভিসির পদত্যাগের দাবিতে একাত্নতা প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকি অনশন কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখা।
আজ মঙ্গলবার দুপুরে দাদামোড়স্থ জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সহ সভাপতি হাবিবুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমেদ, সদর উপজেলা ছাত্রদল আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব এ্যাড আবু সাঈদ শিথিল, কুড়িগ্রাম সরকারী কলেজ শাখা আহবায়ক আকাশ সহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।




