

শাবি ভিসির পদত্যাগ দাবিতে ঢাকা জেলা ছাত্রদলের প্রতীকী অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৩০ পিএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করন, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবিতে ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর "প্রতীকী অনশন" অনুষ্ঠিত হয় ধামরাইয়ের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন এর সভাপতিত্বে "প্রতীকী অনশন" এ উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর ১নং যু্গ্ম আহবায়ক মোঃ ইসমাইল হোসেন সুমন সহ যুগ্ন আহবায়ক/ সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় ঢাকা জেলা ছাত্রদল উত্তর এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন তার বক্তব্যে বলেন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে তার বিচার অচিরেই বাংলার মানচিত্রে হবে। অবিলম্বে এই অমানবিক ভিসির অব্যাহতি চাই।
তিনি বাকশালিদের হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা পালানোর রাস্তা খুজে পাবেন না। ধীরে ধীরে আপনাদের সকল রাস্তা সংকুচিত হয়ে আসছে। আমাদের অনেক ছাত্রদলের ভাইদের গুম-খুন করা হয়েছে তার ন্যায্য পাল্টা জবাব অচিরেই দেওয়া হবে। ছাত্রদলের নিরবতা দেখেছেন- তেজস্ক্রিয়তা দেখেননি। দেশ নেত্রীর মুক্তির আন্দোলন সহ যে কোন আন্দোলন সংগ্রামের জন্য আমরা সর্বদা জীবন বাজী রেখে প্রস্তুত রয়েছি।
উক্ত প্রতীকী অনশন থেকে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান নেতৃবৃন্দ।