

ঝিকরগাছায় যুবদল ছাত্রদলের উদ্যোগে বিএনপি নেতা চান্দুর মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৬ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:০২ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিমুলিয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোস্তাফিজুর রহমান চান্দুর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমেরকবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ জানুয়ারি) বিকালে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত শেষে রাজাপুর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয় বিএনপির যুগ্ম-সম্পাদক (চলতি দায়িত্ব) সাধারন সম্পাদক ওয়াছেল মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য খাইরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক যুবদল নেতা আনিছুর রহমান মিলন, যুবদল নেতা ইমদাদুল হক সোহেল, বাবলুর রহমান বাবু, সাজ্জাত হোসেন তোতা, মাজহারুল ইসলাম অপু, ফারুক হোসেন, মিন্টু মিয়া, রাসেল হোসেন, আনিসুর রহমান, রানা বিশ্বাস, হারুণ অর রশীদ, রাসেল হোসেন, আশিকুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক টিপু সুলতানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০০৩ সালের ২২ জানুয়ারী মৃত্যুবরণ করেছিলেন মোস্তাফিজুর রহমান চান্দু।