

বেলকুচিতে অসহায়দের মাঝে যুবদল নেতার কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৫১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

সিরাজগঞ্জ বেলকুচিতে অসহায়, প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলেন বেলকুচি পৌরসভা ৮নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত মানবিক কমিশনার বেলকুচি উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামাণিক।
আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল এগারটার দিকে উপজেলার শেরনগর গ্রামে আলম কমিশনারের নিজ বাড়িতে অসহায, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব বনী আমিন, সদস্য নুরুল ইসলাম গোলাম, মো. মনোয়ার চৌধুরী বাবু প্রমুখ।
উল্লেখ্য, আলম প্রামাণিক স্থানীয় ও বেলকুচি উপজেলার অসহায় মানুষ পাশে থেকে দীর্ঘ ১৫ বছর যাবত সেবা করে যাচ্চেন, ব্যাপক জনপ্রিয়তার কারণে পর পর টানা তিনবার ৮নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আগামীতে বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচনের সম্ভাবনা রয়েছে।