

দাগনভুঁঞায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কিরন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫১ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দাগনভুঁঞা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন কিরন কে আটক করেছে দাগনভুঞা থানা পুলিশ।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে স্বেচ্ছাসেবক দলের দাগনভুঁঞা উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ পলাশ দৈনিক দিনকালকে নিশ্চিত করেন।
এ আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারন সম্পাদক এস,এম কায়সার এলিন। দলের দপ্তর সম্পাদক খুরশিদ রহমান সূর্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, সম্পুর্ন বিনা উস্কানিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে দেলোয়ার হোসেন কিরন কে আটক করা হয়েছে। নেতৃবৃন্দ দ্রুত দেলোয়ার হোসেন কিরনের মুক্তি দাবী করেছেন।
এ দিকে ঘটনার সত্যতা স্বীকার করে দাগনভুঁঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম দৈনিক দিনকাল কে জানান, একটি মারামারি ঘটনায় দেলোয়ার হোসেন কিরন কে আটক করা হয়েছে। আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।