

তারেক রহমানের নির্দেশে গাবতলীতে আগুনে ক্ষতিগ্রস্থদেরকে ঢেউটিন ও কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৩ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৩৯ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বসতবাড়ী অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হওয়ায় বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উঞ্চুরখী মধ্যপাড়া গ্রামের দিনমজুর হযরত আলী ও উঞ্চুরখী দক্ষিণপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিন মোল্লার ছেলে আবুল কাসেম মোল্লাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢেউটিন ও কম্বল বিতরণ করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র সাইফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফছার আলী মিজু, পৌর কাউন্সিলর ওবাইদুর রহমান জ্যাক, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম, সবুজ, যুবদল নেতা আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দৌলত জামান, হামিদুল হক শিলু, জিল্লুর রহমান, সেলিম রেজা, নিপুল, ছনি, সাব্বির, বিপুল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, পৌর ছাত্রদল নেতা আব্দুল ওহাব, কামাল, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিছার রহমান প্রমুখ।