

মোড়েলগঞ্জে জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:২১ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৯ শে জানুয়ারী জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ শে জানুয়ারী বুধবার বিকেলে মোড়েলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর বাসভবনে অনুষ্ঠিত এ দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ শহীদুল হক বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, মোঃ সেলিম মোল্লা, সোহেল খান, শ্রমিকদল নেতা মাসুদ খান চুন্নু, বাগেরহাট জেলা ছাত্রদল নেতা জাকির হোসেন ও রাসেল ফকির প্রমূখ।