

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে কুমারখালীতে আলোচনা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:০৭ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমারখালী থানা ও পৌর বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) কুমারখালি পৌর বিএনপির সভাপতি কে এম আলম টমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি কুমারখালি ও খোকসার গণমানুষের নেতা কুমারখালী পৌরসভা থেকে বার বার নির্বাচিত সাবেক সফল মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালি থানা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালি থানা বিএনপির যুগ্ম সম্পাদক, মামুনুর রশীদ মামুন বিশ্বাস, কুমারখালি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, রবিউল ইসলাম, কুমারখালি নন্দালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পলাশ বিশ্বাস, কুমারখালি জগ্ননাথপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ডা: আব্দুল হান্নান, সহ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ।