

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ইবি ছাত্রদলের মিলাদ ও খাবার বিতরন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০১:১৯ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিএনপি'র প্রতিষ্ঠাতা, সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ বুধবার (১৯ জানুয়ারি) এসময় গরীব-অসহায় মানুষের মধ্যে খাবার বিতরন করা হয়।
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আলীনুর রহমান, প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া, প্রফেসর ড. রফিকুল ইসলাম, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটে সাধারণ সম্পাদক মনুজর রহমান, ওয়ালিদ হাসান পিকুল, জিঞ্জির, জাতীয়তাবাদী কর্মকর্তা ইউনিটের সভাপতি আব্দুল মুঈদ বাবুল সহ বিএনপিপন্থী অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিল ইবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আনারুল ইসলাম, রোকন উদ্দীন, আহ্বায়ক সদস্য রাফিজ, নুর উদ্দীন, সৌরভ, আবু সাইদ রনি, শিপন আহমেদ, সাক্ষর সহ অন্যান্য নেতৃবৃন্দ।