

জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়দের মধ্যে খাবার বিতরণ করলেন ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৩১ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম, গরিব,অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক নুর হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আশা ইউনিভার্সিটি সামনে এতিম, গরিব,অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন হাসমী দিপু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুব মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক কাওসার আহমেদ রনি, সাব্বির আহমেদ, সাকিব হোসেন, শাহীনসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতৃবৃন্দ।