

২০১৮ সালের গায়েবি মামলায় চট্টগ্রাম বিএনপি নেতাদের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৩ পিএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৯:২৮ পিএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

ঢাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন এর আদালতে আজ সোমবার দীর্ঘ শুনানি শেষে মতিঝিল থানার ২০১৮ সালের নির্বাচনের আগের গাইবি মামলায় আজ স্থায়ী জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন নাহিদ।
উচ্চ আদালতের এডঃ রফিকুল আলম আইনজীবী হিসেবে দীর্ঘ শুনানিতে দায়িত্বভার পালন করেন।