

তৈমুরের চেয়ে ৬৯ হাজার ১০২ ভোট বেশী পেয়েছেন আইভী
নাসিক নির্বাচন : প্রাপ্ত কেন্দ্র-১৯২, আইভীর ভোট ১৬১২৭৩, তৈমুরের ৯২১৭১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৬ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:১০ পিএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা। ১৯২টি কেন্দ্রের মধ্যে বেসরকারীভাবে প্রাপ্ত ১৯২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা পেয়েছে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। হাতি পেয়েছে ৯২ হাজার ১৭১ ভোট।
আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১৭ হাজার ৫৭ ভোট।