

ড. তাজমেরী'র নিঃশর্ত মুক্তি দাবি ইবি জিয়া পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৯ পিএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:৪৩ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।
আজ রবিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. আব্দুর রহমান আনোয়ারি, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আব্দুল মালেক প্রমূখ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইদ্রীস আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে ঢাবি শিক্ষক তাজমেরী ইসলামকে জেলে পাঠানো জাতির জন্য লজ্জাজনক। তাকে গ্রেফতার মানে জাতির বিবেককে গ্রেফতার করা। আমরা অনতিবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।