

সড়ক দূর্ঘটনায় আহত কৃষকদলের সা'সম্পাদক বাবুল এর জন্য দোয়া কামনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪ পিএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৩ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

গতকাল বুধবার (১২ জানুয়ারি) চাঁদপুরে বিএনপি'র সমাবেশ শেষে সড়ক পথে ঢাকায় ফেরার পথে দাউদকান্দিতে দূর্ঘটনার শিকার জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তার দ্রুত সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং শহিদুল ইসলাম বাবুলের পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর নিকট দোয়া চাওয়া হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, 'শহিদুল ইসলাম বাবুল দ্রুত সুস্থ হয়ে উঠুন-এই দোয়া করি'।